প্যান্টের পকেটে জন্মসনদ দেখে যুবকের মরদেহ শনাক্ত

2 weeks ago 18

টাঙ্গাইলে অভিজিত কুমার নামে এক যুবকের প্যান্টের পকেটে জন্মসনদ দেখে তার মরদেহ শনাক্ত করেছে থানা পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলায় হাবলা ইউনিয়নের গুল্যা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিজিত কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত না হলে পরে তার প্যান্টের প্যাকেটে জন্মসনদ, সার্টিফিকেট দেখে পরিচয় শনাক্ত করা হয়।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে প্যান্টের পকেট থেকে কাগজ দেখে পরিচয় শনাক্ত করা হয়। মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। 

তিনি বলেন, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read Entire Article