প্যারিস অলিম্পিকে প্রথম পদক পেলো ভারত

1 month ago 12

প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনে এসে প্রথম পদকের দেখা পেলো ভারত। ১০ মিটার নারী এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনু ভাকের। ফাইনালে তার স্কোর ২২১.৭।

প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিকে কোনও পদক পেলেন মনু ভাকের। তিনি অলিম্পিকের শ্যুটিংয়ে ভারতের ১২ বছরের পদক খরা কাটালেন। ২০১২ সালের ৩ আগস্ট বিজয় কুমারের পরে ২০২৪ সালের ২৮ জুলাই পদক জিতলেন মনু।

এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন। প্যারিসে দক্ষিণ কোরিয়ার এটি দ্বিতীয় সোনা। রৌপ্যও জিতেছেন দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজির।

স্বর্ণপদক জেতা ওহ ইয়ে জিনের স্কোর ২৪৩.২, যেটি অলিম্পিকের রেকর্ড। আগের রেকর্ড ছিল রাশিয়ার বাতসারাশকিনা ভিতালিনার, ২৪০.৩।

এমএমআর/এমএস

Read Entire Article