প্রকাশ পেল ‘ঘুমপরী’র ট্রেলার

1 month ago 30
অভিনেত্রী তানজিন তিশা ও গায়ক-অভিনেতা প্রীতম হাসান। প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তারা। ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’-তে দেখা যাবে তাদের। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এই জুটির ওয়েব ফিল্মটির ট্রেলার উন্মোচন করা হয়। ট্রেলারটি প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ওয়েব ফিল্ম নিয়ে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সে চ্যালেঞ্জ ছিল। পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।’ ‘ঘুমপরী’তে কাজ করা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমি অনেক রকমের কাজ করেছি। তবে ঘুমপরী একটু আলাদা। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে।’ ‘ঘুমপরী’ তৈরি হয়েছে পারসা মাহজাবীনের গাওয়া ‘চলো ভুলে যাই’ গান অবলম্বনে। এতে তিনিও অভিনয় করেছেন।  ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচারিত হবে।  
Read Entire Article