প্রকাশ পেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬- এর সম্ভাব্য সূচি

আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সম্ভাব্য সূচি প্রকাশ পেয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে টুর্নামেন্টটি ৮ মার্চ পর্যন্ত চলতে পারে। ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক হিসেবে এবারের আসর পরিচালনা করবে। সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) মুম্বাইয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হবে। প্রতিবারের আইসিসি টুর্নামেন্টগুলোর মতো এবারও ভারত–পাকিস্তান একই গ্রুপে থাকছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে একে অপরের বিপক্ষে মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাদের গ্রুপে আরও রয়েছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। মোট ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে পাঁচটি করে দল থাকছে। আগের ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার এইটে জায়গা করে নিবে। সুপার এইটে কোয়ালিফাই করা আট দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হবে। সেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমি-ফাইনালের মঞ্চে। ভারত ও শ্রীলঙ্কার যেসব ভেন্যুতে হবে ম্যাচ ভারতের যেসব ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে: কলকাতা, চেন্নাই, দিল্লি ও আহমেদাবাদ শ্রীলঙ্কার যেসব ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে: কলম্বো ও ক্যান্ডি ফা

প্রকাশ পেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬- এর সম্ভাব্য সূচি

আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সম্ভাব্য সূচি প্রকাশ পেয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে টুর্নামেন্টটি ৮ মার্চ পর্যন্ত চলতে পারে। ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক হিসেবে এবারের আসর পরিচালনা করবে। সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) মুম্বাইয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হবে।

প্রতিবারের আইসিসি টুর্নামেন্টগুলোর মতো এবারও ভারত–পাকিস্তান একই গ্রুপে থাকছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে একে অপরের বিপক্ষে মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাদের গ্রুপে আরও রয়েছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

মোট ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে পাঁচটি করে দল থাকছে। আগের ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার এইটে জায়গা করে নিবে। সুপার এইটে কোয়ালিফাই করা আট দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হবে। সেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমি-ফাইনালের মঞ্চে।

ভারত ও শ্রীলঙ্কার যেসব ভেন্যুতে হবে ম্যাচ

ভারতের যেসব ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে: কলকাতা, চেন্নাই, দিল্লি ও আহমেদাবাদ

শ্রীলঙ্কার যেসব ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে: কলম্বো ও ক্যান্ডি

ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত করা আছে আহমেদাবাদের স্টেডিয়াম। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি কলম্বোতে সরিয়ে নেওয়া হবে।

সেমি–ফাইনাল ম্যাচগুলো আয়োজন করবে আয়োজন করবে মুম্বাই ও কলকাতা। তবে পাকিস্তান সেমিতে উঠলে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।

বিভিন্ন গ্রুপে আছে যারা

* ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস

* শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান

* বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি

* দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কানাডা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow