তরুণ কথাসাহিত্যিক অলোক আচার্যের প্রথম উপন্যাস ‘চৈত্রের আকাশ নিঃসঙ্গ ছিল’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।
উপন্যাসটি একটি সাধারণ মধ্যবিত্ত জীবনকে কেন্দ্র করে এগিয়ে গেছে। সহজ স্বাভাবিক জীবনগুলো যেভাবে প্রতিদিন নানা ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হয়, সেভাবেই উপন্যাসের কাহিনি এগিয়ে গেছে।
এখানে প্রেম আছে, সংসারের উন্মাদনা আছে, একে অপরের প্রতি টান আছে, অপেক্ষা আছে, একাকিত্ব আছে এবং ফ্যান্টাসি আছে। গল্পই পাঠককে টেনে নিয়ে যাবে শেষের দিকে; কাহিনিতে এমন মাদকতা আছে।
আরও পড়ুন
- অহ নওরোজের ‘সান্ধ্যসনেটসমূহ’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন
- পাওয়া যাচ্ছে রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’
উপন্যাসটির কাহিনি দেশের প্রেক্ষাপটে সাধারণ মধ্যবিত্ত মানুষ; যারা চাকরির ওপর টিকে থাকেন এবং প্রতিদিন অসংখ্য স্বপ্ন দেখেন। হঠাৎ সেই স্বপ্নভঙ্গ হয় এবং মনে হয় জীবনের এই অংশ মূলত একটি দুঃস্বপ্ন। এ ঘটনায়ই এগিয়েছে উপন্যাসটির গল্প। এটি নিছকই গল্প নয় বরং বাস্তব উপলদ্ধি।
বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। ২৫% ছাড়ে ২২৫ টাকায় বইটি পাওয়া যাবে প্রকাশনীর প্রধান কার্যালয়ে, ঢাকা ও চট্টগ্রামের বিক্রয়কেন্দ্রগুলোতে।
দেশব্যাপী অনুপ্রাণনের পরিবেশক ‘নির্বাচিত’র বিক্রয়কেন্দ্রগুলো থেকেও সংগ্রহ করা যাবে। ঘরে বসে ২৫% ছাড়ে বইটি পেতে চাইলে অর্ডার করতে পারেন প্রকাশনীর ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে।
এসইউ/এমএস