প্রকাশিত হলো এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস

10 hours ago 6

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হলো কবি ও কথাশিল্পী এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস ‘অতল জলে জলাঞ্জলি’। ২৪০ পৃষ্ঠার উপন্যাসটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন কামরুন সালেহীন তৃণা।

প্রকাশক খালেদ রাহী জানান, উপন্যাসটি বইমেলার লিটল ম্যাগ চত্বরে, ছিন্নপত্র প্রকাশনীর স্টলে ও রকমারিতে পাওয়া যাবে। বইটির মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা। ত্রিভুজ প্রেমের কাব্যধর্মী সামাজিক উপন্যাসটি লেখকের ৪র্থ গ্রন্থ।

এ কে সরকার শাওন বলেন, ‘সমাজ, সংসার ও চারপাশের সুখ, দুঃখ, কান্না, হাসি ইত্যাদিকে উপজীব্য করেই ‘অতল জলে জলাঞ্জলি’ উপন্যাসের চরিত্রাবলি রূপায়ন করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

এ কে সরকার শাওন ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মো. আব্দুল গণি সরকার সরকারি চাকরিজীবী এবং মা সালেহা গণি সরকার আদর্শ গৃহিণী ছিলেন।

তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ১৯৯০ সালে বিমান বাহিনীর এটিআই থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সহযোগী প্রকৌশলীর সনদ অর্জন করেন। এ ছাড়াও আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে- ‘কথা-কাব্য’, ‘নীরব কথাপোকথন’ ও ‘আপন-ছায়া’। তিনি সরকারি ও বেসরকারি চাকরি থেকে অবসর নিয়ে স্থায়ীভাবে রাজধানীর উত্তরখানে বসবাস করছেন।

এসইউ/জেআইএম

Read Entire Article