প্রকাশিত হলো প্রবাসী লেখক ঢালী আরিফের ‘মাট্রোনালিয়া’

প্রবাসী লেখক ঢালী আরিফের একক কাব্যগ্রন্থ মাট্রোনালিয়া প্রকাশিত হয়েছে। মিথ, বিজ্ঞান ও ভালোবাসার সংমিশ্রণে রচিত এই গ্রন্থটি দেশের ই-বুক জগতের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম বইটই এবং গুগল প্লে বুকসে পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। মাট্রোনালিয়া মূলত একটি পৌরাণিক মিথের আবহে নির্মিত মানবিক অনুভূতির কাব্যগ্রন্থ। এখানে প্রেমের জন্ম আলো থেকে নয়, বরং আদিম অন্ধকারের গর্ভে। আকাঙ্ক্ষা, ব্যথা, একাকিত্ব ও পুনর্জন্মের মধ্য দিয়ে সৃষ্টি ও অস্তিত্বের বিবর্তন তুলে ধরা হয়েছে কবিতাগুলোর পরতে পরতে। গ্রন্থের প্রতিটি কবিতা যেন বর্তমান সময় থেকে হাজার বছর পেছনে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার স্মৃতিচিহ্ন, যেখানে শব্দ ছিল শক্তি, উচ্চারণ ছিল আচার এবং অনুভূতিই সৃষ্টি করত দেবতা ও ছায়াদের। গ্রন্থটি সম্পর্কে লেখক বলেন, মাট্রোনালিয়া এমন এক অনুভবের জগৎ, যেখানে প্রতিটি শব্দ নক্ষত্রধূলির মতো গভীর, প্রাচীন, অথচ তীব্রভাবে ব্যক্তিগত। পাঠক বইটি পড়তে পড়তে উপলব্ধি করবেন, এটি কোনো সাধারণ কবিতাসংকলন নয়; বরং এক পৌরাণিক মানচিত্র, যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করে নতুন সৃষ্টি, নতুন প্রেম, নতুন দ্রোহ এবং নতুন কোনো প্রাচীন সত্য। লেখকের পূর্বে প্রক

প্রকাশিত হলো প্রবাসী লেখক ঢালী আরিফের ‘মাট্রোনালিয়া’

প্রবাসী লেখক ঢালী আরিফের একক কাব্যগ্রন্থ মাট্রোনালিয়া প্রকাশিত হয়েছে। মিথ, বিজ্ঞান ও ভালোবাসার সংমিশ্রণে রচিত এই গ্রন্থটি দেশের ই-বুক জগতের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম বইটই এবং গুগল প্লে বুকসে পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মাট্রোনালিয়া মূলত একটি পৌরাণিক মিথের আবহে নির্মিত মানবিক অনুভূতির কাব্যগ্রন্থ। এখানে প্রেমের জন্ম আলো থেকে নয়, বরং আদিম অন্ধকারের গর্ভে। আকাঙ্ক্ষা, ব্যথা, একাকিত্ব ও পুনর্জন্মের মধ্য দিয়ে সৃষ্টি ও অস্তিত্বের বিবর্তন তুলে ধরা হয়েছে কবিতাগুলোর পরতে পরতে। গ্রন্থের প্রতিটি কবিতা যেন বর্তমান সময় থেকে হাজার বছর পেছনে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার স্মৃতিচিহ্ন, যেখানে শব্দ ছিল শক্তি, উচ্চারণ ছিল আচার এবং অনুভূতিই সৃষ্টি করত দেবতা ও ছায়াদের।

গ্রন্থটি সম্পর্কে লেখক বলেন, মাট্রোনালিয়া এমন এক অনুভবের জগৎ, যেখানে প্রতিটি শব্দ নক্ষত্রধূলির মতো গভীর, প্রাচীন, অথচ তীব্রভাবে ব্যক্তিগত। পাঠক বইটি পড়তে পড়তে উপলব্ধি করবেন, এটি কোনো সাধারণ কবিতাসংকলন নয়; বরং এক পৌরাণিক মানচিত্র, যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করে নতুন সৃষ্টি, নতুন প্রেম, নতুন দ্রোহ এবং নতুন কোনো প্রাচীন সত্য।

লেখকের পূর্বে প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে, ‌‘দ্যা কিয়ামাহ: বিগ ব্যাং অর বিগ ক্র্যাঞ্চ?’ এবং প্রকাশিতব্য গ্রন্থের তালিকায় রয়েছে মিটিং উইথ আল্লাহ, সার্চ ওয়ার, নুয়াল এবং নেক্সট সিভিলাইজেশন। এছাড়া প্রকাশিত-অপ্রকাশিত প্রায় শতাধিক ইসলামিক গানের গীতিকার ও সুরকার হিসেবে কাজ করা অ্যালবামের মধ্যে রয়েছে, সোনালী সুদিন, ডাক এসেছে, মহাপাপী, মাটি, জাগো মানুষ ও দ্বীন বিজয়ের ডাক অন্যতম।

ঢালী আরিফ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত হজরত খানবাহাদুর আহসান উল্লাহ (র.) এর পূর্ণ্যভূমি নলতা ইউনিয়নের সেহারা গ্রামে মো. আবুল হোসেন ও মর্জিনা খাতুনের সন্তান।

২০০৯ সালে ব্র্যাকের ‘সামাজিক উন্নয়ন কর্মসূচি’ তে কর্মজীবন শুরু করলেও দুই বছর পর নিজ উদ্যোগে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘হেল্প’ প্রতিষ্ঠার চেষ্টা করেন, যা সফল হয়নি। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলার সর্বপ্রথম ও একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও নলতা’-তে হেড অব টেকনিক্যাল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। কর্মময় জীবনে বর্তমানে ব্র্যান্ড ডেভেলপার হিসেবে তিনি কর্মরত।

প্রকাশিত হলো প্রবাসী লেখক ঢালী আরিফের ‘মাট্রোনালিয়া’

কর্ম ও সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৪–২০১৫ সালে ‘সার্ক কালচারাল সোসাইটি’ ও ‘অগ্নিবীণা সাহিত্য সংসদ’ পুরস্কারে ভূষিত হন। ২০১৭ সালে ল্যাবে স্বর্ণ তৈরি, অ্যান্টি-নিউক্লিয়ার উদ্যোগ এবং টিভি দর্শকদের কর্মসংস্থান বিষয়ক কার্যক্রমের জন্য এনটিভি ভিউয়ার্স ফোরাম মালয়েশিয়া তাকে এনটিভি ভিএফএম অ্যাওয়ার্ড প্রদান করে। ২০১৯ সালে বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে বিশেষ অবদানের জন্য তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ শহিদুল ইসলামের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন।

২০২০ সালে মিডিয়া উন্নয়নে কাজের জন্য ডিবিসি নিউজ সম্মাননা লাভ করেন এবং ২০২২ সালে কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘রেড লাইভ–জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ডস–২০২১’ অনুষ্ঠানে বিজ্ঞানভিত্তিক উদ্যোগ ‘সার্চ ওয়ার’-এর উদ্যোক্তা হিসেবে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. সৈয়দ হামিদ আলবারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। সর্বশেষ তিনি দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধি হিসেবে সংবাদ বিভাগে ‘ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস–২০২৪’ অর্জন করেছেন।

প্রবাসে থেকে লেখালেখি ও সাংবাদিকতার জগতে তিনি ডেইলি ইন্ডিপেনডেন্ট, দৈনিক আমাদের সময়ে কাজের পর বর্তমানে দৈনিক মানবজমিন ও নেক্সাস টিভিতে কাজ করছেন। সাংগঠনিক হিসেবে প্রবাসে বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে টানা ৪ বছর, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) এর এসোসিয়েট সদস্য হিসেবে দুই বছর এবং ২০২৫ সালের জুন থেকে থেকে বাংলা প্রেস ক্লাব মালয়েশিয়ার আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে ঢালী আরিফ আইনস্টাইন, স্টিফেন হকিং, জাবীর ইবনে হাইয়ানসহ মুসলিম বিজ্ঞানীদের জীবন ও কর্ম, বিগ ব্যাং, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ম্যাটার, অ্যান্টি-ম্যাটার, সুপ্রিম ম্যাটার এবং স্পিরিচুয়াল কমিউনিকেশন বিষয়ে বিজ্ঞান ও ধর্মের সমন্বিত দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow