প্রকাশিত হলো মোহাম্মদ নূরুল হকের ‘জীবনের যতিচিহ্নগুলো’

11 hours ago 3

প্রকাশিত হলো মোহাম্মদ নূরুল হকের আত্মজৈবনিক রচনা ‘জীবনের যতিচিহ্নগুলো’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জলধি। শিল্পী রাফাত আহমেদ বাঁধনের স্কেচ অবলম্বনে প্রচ্ছদ করেছেন লিটন হালদার। মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা।

বইটিতে লেখকের শৈশব-কৈশোরের ঘটনার ঘনঘটার বর্ণনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রামীণ আবহে বেড়ে ওঠা প্রত্যেকের শৈশব-কৈশোরের চিত্র পাওয়া যাবে। বইটিতে আছে শিরোনামহীন ৫০টি পর্ব। লেখকের জন্ম থেকে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত সময়ের চিত্র আছে বইটিতে।

মোহাম্মদ নূরুল হক—কবি-সমালোচক-প্রাবন্ধিক-গবেষক-ছোটকাগজ সম্পাদক। ১৯৭৬ সালের ১২ জুন নোয়াখালীর সুবর্ণচরের কেরামতপুর গ্রামে জন্ম। পেশাগত জীবনে কিছুদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্যপাতায় কাজ করেছেন। ছিলেন দৈনিক আমাদের সময়ের বার্তা সম্পাদক, বাংলা ট্রিবিউনের উপ-বার্তা সম্পাদক, সারাবাংলার বার্তা সম্পাাদক, রাইজিংবিডির বার্তা সম্পাদক, দৈনিক সময়ের আলোর বার্তা সম্পাদক, ইত্তেফাকের অনলাইন সেকশনের বার্তা সম্পাদক, ঢাকা বিজনেসের বার্তা সম্পাদক। বর্তমানে দৈনিক খবর সংযোগের বার্তা সম্পাদক।

আরও পড়ুন

তার প্রবন্ধের বিষয় বিচিত্র। সাহিত্যের নানা শাখায় সমান বিচরণ থাকলেও প্রাবন্ধিক ও কবি হিসেবেই পরিচিত তিনি। প্রকাশিত কবিতার বই: মাতাল নদীর প্রত্নবিহার, স্বরচিত চাঁদ, উপ-বিকল্প সম্পাদকীয়, লাল রাত্রির গান। গল্পগ্রন্থ: নবাবের একদিন।

সম্পাদনা করছেন সাহিত্যবিষয়ক ছোটকাগজ মেঠোপথ (১৯৯৬ থেকে), চিন্তাসূত্র (১৯৯৬ থেকে), প্রাকপর্ব (২০০০ থেকে ২০০৫) ও অনুপ্রাস (২০০১-২০০৫)।

প্রবন্ধগ্রন্থ: সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য; সমালোচকের দায়; অহঙ্কারের সীমানা ও অন্যান্য; সাহিত্যের রাজনীতি; সমকালীন সাহিত্যচিন্তা; কবিতার সময় ও মনীষার দান; আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য; বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ; আধুনিক বাংলা কবিতা: ছন্দের অনুষঙ্গে; বাক-স্বাধীনতার সীমারেখা; কথাসাহিত্যের চিন্তাসূত্র।

প্রবন্ধের জন্য পেয়েছেন ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২০’ ও ‘ঢাকা সাব এডিটর্স কাউন্সিল সম্মাননা’। এ ছাড়া কবিতার জন্য পেয়েছেন ‘দোনাগাজী পদক-২০২১’।

এসইউ/এমএস

Read Entire Article