প্রকাশ্যে ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’র প্রথম ঝলক
দেশীয় টেলিভিশন ধারাবাহিক পলিটিক্যাল থ্রিলার ‘৪২০’ নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ২০০৭-০৮ বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতি নিয়ে স্যাটায়ার করে এই ধারাবাহিকটি নির্মিত হয়েছিল। প্রায় ১৬ বছর পর আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘৪৮০’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’
৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ পেয়েছে পলিটিক্যাল স্যাটায়ার ‘৪৮০’-এর অফিসিয়াল ট্রেইলার। আর ট্রেইলার রিলিজের পর পরই বিনোদন আঙিনা ও সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু দৃশ্য দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ বিভিন্ন পরিচিত মুখের।
দর্শকের মাঝে আগ্রহের তৈরি হয়েছে আরও কে কে অভিনয় করছেন? কোথায়, কবে রিলিজ পাবে ‘৮৪০’। এ ছাড়া- ট্রেইলার দেখে কারও কারও ধারণা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তন ও ঘটনাপ্রবাহ নিয়েই ‘৮৪০’ নির্মাণ করেছেন ফারুকী। এদিকে একটি ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানিয়েছেন- প্রায় ১ বছর আগে নওগাঁ-রাজশাহীতে ‘৮৪০’ শুটিং করা হয়! তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল-ই পাওয়া যাচ্ছে কেন? সবই কী কাকতাল?
তবে শিগগিরই রহস্যের জট খুলবে বলে মনে হচ্ছে না। কারণ পুরো বিষয়টি এখনো খোলাসা করেননি ফারুকী নিজেই। ‘৮৪০’-এর লোগো রিভিল করে ফেসবুকে বলেছেন, ‘পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’!’
ফারুকীর এমন বক্তব্যের পর মনেই হচ্ছে- গল্পের নিবিড় কোনো সম্পর্ক রয়েছে বর্তমান দেশের রাজনৈতিক ঘটনাচক্রের সঙ্গে। খুব শিগগিরই মুক্তি পাচ্ছে ‘৮৪০’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’। তবে কবে, কখন, কোথায় তা রিলিজ হবে খুব তাড়াতাড়ি জানতে পারবেন দর্শক।