প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

1 week ago 12

চট্টগ্রামের রাউজানে পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আলমগীর ওরফে আলম নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম (৪৯) পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে। তিনি যুবদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পারিবারিক অনুষ্ঠান শেষে কয়েকজন মিলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলম। রশিদের পাড়া মসজিদের পাশে পুরোনো কবরস্থানের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

রাউজানের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, রাউজানে উপজেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। এখানে বহু বছর ধরে ব্যক্তির শাসন চলে। ব্যক্তি বদলান, নতুন আরেকজন আসেন, সন্ত্রাস কমে না।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া কালবেলাকে বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আসামিদের ধরতে অভিযান চলছে।

এর আগে গত ৭ অক্টোবর হাটহাজারী উপজেলায় মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারীদের গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে এক বিএনপি কর্মী নিহত হন। তিনিও রাউজানের বাসিন্দা ছিলেন।

Read Entire Article