প্রকৃতি সহায় হলে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান

3 hours ago 5

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের। তবে এর মানে এই নয় যে এবারের আসর নিয়ে তাদের গল্প এখানেই শেষ। বিদায়ের আগে অন্তত জয় নিয়ে মর্যাদা বাঁচানোর লড়াই করতে চাইবে দুই দলই। তবে সেখানেও আসতে পারে বাগড়া কারণ সম্ভাবনা আছে বৃষ্টির। রাওয়ালপিন্ডির আবহাওয়া যদি সহায় হয় সেক্ষেত্রে কেমন হতে পারে দু’দলের একাদশ। চলুন দেখে নেওয়া যাক।

বাংলাদেশ দল টুর্নামেন্টের শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই প্রত্যাশিত পারফরম্যান্স আসেনি। তবে শেষ ম্যাচে তারা নিজেদের সেরাটা দিয়ে অন্তত জয় ছিনিয়ে নিতে চাইবে, যা পরবর্তী সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হতে পারে। অন্যদিকে, পাকিস্তানও ব্যর্থতার গ্লানি ভুলে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায়। তাই দুই দলই হয়তো একাদশে কিছু পরিবর্তন এনে নতুন কৌশলে মাঠে নামবে।

এই ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও পাকিস্তান দল তাদের পেস আক্রমণে পরিবর্তন আনতে পারে। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদি বা হারিস রউফের কাউকে বিশ্রাম দিয়ে মোহাম্মদ হাসনাইন বা ফাহিম আশরাফের মতো খেলোয়াড়দের সুযোগ দিতে পারে তারা। অন্যদিকে, ব্যাটিং লাইনআপেও উসমান খান বা কামরান গুলামকে খেলানোর চিন্তা করতে পারে দলটি।

বাংলাদেশ কি অপরিবর্তিত দল নিয়ে নামবে?

বাংলাদেশের জন্য এটি শুধুই আনুষ্ঠানিকতার ম্যাচ নয়, বরং নিজেদের সামর্থ্য প্রমাণের শেষ সুযোগ। তাই দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। মেহেদী হাসান মিরাজকে তিন নম্বরে ব্যাট করানো হতে পারে, যিনি বল হাতে আগের ম্যাচগুলোতে বেশ ভালো করেছেন। স্পিনার রিশাদ হোসেনও থাকছেন দলে, যিনি সাম্প্রতিক সময়ে লেগ স্পিন দিয়ে প্রতিপক্ষকে সমস্যায় ফেলেছেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তানের পরিকল্পনায় পরিবর্তন আসবে?

পাকিস্তান দলের জন্যও এটি মর্যাদার লড়াই। ব্যাটিং লাইনআপে বড় সমস্যা না থাকলেও তাদের বোলিং বিভাগে ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে। তাই পেস আক্রমণে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাকিস্তানের ব্যাটিংয়ে উসমান খান ও কামরান গুলামকে খেলানোর পরিকল্পনা থাকতে পারে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:

ইমাম-উল-হক/উসমান খান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), সালমান আগা, তাইয়াব তাহির, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি/মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

শেষ ম্যাচ হলেও দুই দলের জন্যই এটি একটি বড় সুযোগ। বাংলাদেশ কি শেষ মুহূর্তে জয়ের হাসি হাসতে পারবে, নাকি পাকিস্তান তাদের পেস শক্তির ওপর ভর করে লড়াই জমিয়ে তুলবে? উত্তর মিলবে মাঠেই!

Read Entire Article