প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভয়ংকর বিপদে যুবক

1 hour ago 4

রাতের অন্ধকারে প্রকৃতির ডাকে সাড়া দিতে নদীর ধারে গিয়েছিলেন এক যুবক। আর তখন হঠাৎ করেই নদীর পানির স্তর বেড়ে যায়। প্রাণ বাঁচাতে বৈদ্যুতিক খুঁটিতেই চড়ে বসেন তিনি। এরপর সারা রাত অপেক্ষা করতে থাকেন। পরদিন যুবককে উদ্ধার করে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে বিদ্যুতের খুঁটিতে চড়ে আছেন এক যুবক। খুঁটির নিচ দিয়ে প্রবল গতিতে বয়ে চলছে পানির স্রোত। রীতিমতো ফুঁসছে নদীটি। খুঁটি থেকে পড়লেই নিমেষে ভেসে যাবেন যুবক। এজন্য প্রাণ বাঁচানোর চেষ্টায় বৈদ্যুতিক খুঁটি শক্ত করে ধরে রাখেন তিনি। এরপর নিরাপদ দূরে দাঁড়িয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী।

ড্রোনের সাহায্যে যুবকের কাছে দড়ি পৌঁছে দেয় তারা। এরপর সেই দড়ি ধরে উপরে উঠে আসতে সক্ষম হন ওই যুবক। ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।

 

Read Entire Article