প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ শাবির ৮৫ শিক্ষকের

2 weeks ago 12

পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা। অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ৯টি বিভাগের মোট ৮৫ জন শিক্ষক এ সংহতি প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এক বিবৃতি দেওয়া হয়। এতে বুধবার (২৭ আগস্ট) ঢাকার শাহবাগে ঘটে যাওয়া পুলিশের হামলার তীব্র নিন্দা ও একইসঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানানো হয়।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, দেশের প্রকৌশল শিক্ষার্থীরা প্রায় ৬ মাস ধরে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছে। অথচ তাদের এ আন্দোলনের প্রতি রাষ্ট্রের সহানুভূতির পরিবর্তে বুধবার আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ার মাধ্যমে বর্বরোচিত পুলিশি হামলা চালানো হয়েছে, যা গভীরভাবে উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য।

এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, অনেকের শরীরে স্প্লিন্টার ঢুকে গেছে যা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই প্রকৌশল শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত ও ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ সংকটের সমাধান করা হোক।

উল্লেখ্য, সরকারি চাকরিতে ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী পদ) শুধুমাত্র ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত এবং পরবর্তী ধাপে প্রমোশন ও আপগ্রেডেশনের ক্ষেত্রে সরকারিভাবে ৩৩ শতাংশ বরাদ্দ থাকলেও তা ক্ষেত্রবিশেষে ১০০ শতাংশ হয়ে যায়। তাই মেধাবী প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন এমন দাবি করে প্রকৌশল শিক্ষার্থীরা প্রায় ৬ মাস ধরে  আন্দোলন করে আসছে।

Read Entire Article