প্রকৌশলী অধিকার আন্দোলনের সমর্থনে শাটডাউন কুয়েট

4 hours ago 3

প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস হচ্ছে না। দাবির সমর্থনে পরীক্ষাও বয়কট করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন দফা দাবির প্রতি তারা সম্পূর্ণ একমত।

তারা বলেন, বুধবার (২৭ আগস্ট) যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা নিন্দা এবং বিচারের দাবি জানাই। ক্লাস বন্ধের একটি কর্মসূচি এসেছিল। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় দীর্ঘ পাঁচ মাস বন্ধ ছিল। যে কারণে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়েছি। ক্লাস বন্ধ থাকলে আমাদের অসুবিধা হবে, তারপরও সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে যে আন্দোলন চলছে, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

তারা আরও বলেন, শাহবাগের আন্দোলনে আমাদের দেড় শতাধিক শিক্ষার্থী যোগ দিয়েছে। আমরা বেশিরভাগ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করছি, যদিও কিছু গুরুত্বপূর্ণ ক্লাস এখনো চলছে।

Read Entire Article