ব্রাজিলের রিও ডি জেনিরোয় ক্যারিওকা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগের ম্যাচে দুকি দে কাশিয়াসের বিপক্ষে জয় পায় পেরোলাস নেগরাস। এই ম্যাচে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার পেপে। তার গোলে পেরোলাস শুধু জয় পায়নি, সেইসঙ্গে ১০০টি গাছের চারা রোপণও নিশ্চিত হয়েছিল।
বেশ অভিনব হলেও ২০২৩ সাল থেকে রিও ডি জেনিরোর দক্ষিণ অংশ এবং প্যারাইবা উপত্যকার ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্বনায়ন উদ্যোগের অংশ হিসেবে এই... বিস্তারিত