বিশ্বক্রিকেটের ‘হোম অব ক্রিকেট’ হিসেবে পরিচিত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট মাঠের আউটফিল্ডের ঘাস বিক্রি হবে। যে কেউ চাইলেই কিনে নিতে পারবেন এই মাঠের মূল ঘাসের একটি টুকরা। ১.২ মিটার বাই ০.৬ মিটার মাপের প্রতিটি ঘাসের দাম ৫০ পাউন্ড, অর্থাৎ ৮ হাজার টাকার বেশি। আগামী মাসে মাঠের ঘাস তোলা হবে, এরপর তা তুলে দেওয়া হবে ক্রেতাদের হাতে।
১৮১৪ সালে প্রতিষ্ঠিত লর্ডস শুধু ক্রিকেট মাঠ নয়, ক্রিকেট... বিস্তারিত