‘প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে’

1 day ago 4

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ভয়ংকর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিটি স্তর, প্রতিটি কেন্দ্র এবং প্রতিটি জায়গা থেকে চিরতরে উচ্ছেদ করতে আমাদেরকে শাসন ব্যবস্থা রূপান্তর করতে হবে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অমর একুশে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন বলেন, ’৫২-এর ভাষা আন্দোলনের মধ্যদিয়েই বাঙালি জাতি তার বৈষম্যবিরোধী সংগ্রামের বিস্ফোরণ ঘটায়, যা আজও চলমান।

তিনি আরও বলেন, অমর একুশেকে কেবল ভাষা সংগ্রাম বা একটি সাংস্কৃতিক সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। কারণ এটি ছিল পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের সংগ্রাম যা ’৭১-এর স্বাধীনতা সংগ্রামের দিকেই ধাবিত করে।

জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন মজুমদার সাজু, সহ-দপ্তর সম্পাদক ফারহান হাবীব, এস এম মনিরুজ্জামান মনির, মোহাম্মদ শামীমসহ ঢাকা মহানগরের নেতারা। 
 

Read Entire Article