প্রতিদানের আশায় সহযোগিতা করা ও খোঁটা দেওয়া কবিরা গুনাহ

1 week ago 5
আল্লাহতায়ালা মানুষকে উঁচুনিচু করে সৃষ্টি করেছেন, সচ্ছলতা ও দরিদ্রতা দিয়ে পরীক্ষা করেন। যাতে একে অন্যের সহযোগী ও পরিপূরক হয়। ধৈর্য, সহানুভূতি ও মানবতার চর্চা হয়। এসবই স্রষ্টার সৃষ্টি রহস্যের নিদর্শন। ইসলামে পরোপকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা ইমানের দাবি এবং আল্লাহর অত্যন্ত পছন্দনীয় কাজ। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে, সে-ই শ্রেষ্ঠ মানুষ। এ উপকার করা যায় বিভিন্নভাবে। অর্থ দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে। যে খোদাপ্রদত্ত যোগ্যতা মানবসেবায় নিয়োজিত করে, তার যোগ্যতা সার্থক হয় এবং সে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে সাফল্যমন্ডিুত হয়। পরোপকার যে পন্থায়ই
Read Entire Article