প্রতিদিনের শেভিংয়ের সঙ্গে বেশি বয়সে চোখের সমস্যার সম্পর্ক কতটুকু

অনেক পুরুষেরই দৈনন্দিন রুটিনের মধ্যে শেভিং বা দাড়ি কামানো একটি অবিচ্ছেদ্য অংশ। সকালে উঠে নিজের চেহারা পরিষ্কার করা, দাড়ি কাটার অভ্যাস- এগুলো অনেকের জন্য এক ধরনের রুটিন। আরও পড়ুন : পায়ে যেসব লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত আরও পড়ুন : শীতকালে ঠান্ডা পানিতে গোসল ভালো নাকি ক্ষতি? কিন্তু এই সাধারণ কাজের সঙ্গে জড়িয়ে আছে একটি পুরোনো বিশ্বাস - রোজ দাড়ি কামালে বা শেভ করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের সমস্যা হতে পারে, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। এই ধারণাটি বিভিন্ন প্রজন্ম ধরে প্রচলিত এবং অনেকেই সতর্ক থাকেন চোখের স্বাস্থ্যের বিষয়ে। কেউ মনে করেন, দাড়ি কামানোর সময় মুখের স্নায়ু চোখের ওপর প্রভাব ফেলে, আবার কেউ ভেবেছেন, নিয়মিত শেভিং চোখের জন্য ক্ষতিকারক। কিন্তু সত্যিই কি দাড়ি কামানো চোখের সমস্যা বা দৃষ্টিশক্তি কমানোর কারণ হতে পারে? চিকিৎসা বিজ্ঞান এবং আধুনিক স্নায়ু গবেষণার দৃষ্টিকোণ থেকে এই ধারণা পরীক্ষা করলে দেখা যায়, বাস্তবে দাড়ি কামানো এবং চোখের স্বাস্থ্য - এগুলো একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় জানবো, কেন এই বিশ্বাস এসেছে, বিজ্ঞান কী বল

প্রতিদিনের শেভিংয়ের সঙ্গে বেশি বয়সে চোখের সমস্যার সম্পর্ক কতটুকু

অনেক পুরুষেরই দৈনন্দিন রুটিনের মধ্যে শেভিং বা দাড়ি কামানো একটি অবিচ্ছেদ্য অংশ। সকালে উঠে নিজের চেহারা পরিষ্কার করা, দাড়ি কাটার অভ্যাস- এগুলো অনেকের জন্য এক ধরনের রুটিন।

আরও পড়ুন : পায়ে যেসব লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত

আরও পড়ুন : শীতকালে ঠান্ডা পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?

কিন্তু এই সাধারণ কাজের সঙ্গে জড়িয়ে আছে একটি পুরোনো বিশ্বাস - রোজ দাড়ি কামালে বা শেভ করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের সমস্যা হতে পারে, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে।

এই ধারণাটি বিভিন্ন প্রজন্ম ধরে প্রচলিত এবং অনেকেই সতর্ক থাকেন চোখের স্বাস্থ্যের বিষয়ে। কেউ মনে করেন, দাড়ি কামানোর সময় মুখের স্নায়ু চোখের ওপর প্রভাব ফেলে, আবার কেউ ভেবেছেন, নিয়মিত শেভিং চোখের জন্য ক্ষতিকারক। কিন্তু সত্যিই কি দাড়ি কামানো চোখের সমস্যা বা দৃষ্টিশক্তি কমানোর কারণ হতে পারে?

চিকিৎসা বিজ্ঞান এবং আধুনিক স্নায়ু গবেষণার দৃষ্টিকোণ থেকে এই ধারণা পরীক্ষা করলে দেখা যায়, বাস্তবে দাড়ি কামানো এবং চোখের স্বাস্থ্য - এগুলো একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় জানবো, কেন এই বিশ্বাস এসেছে, বিজ্ঞান কী বলছে এবং দাড়ি কামানোর সময় কোন বিষয়গুলো সত্যিই সতর্ক থাকার মতো।

কেন এই ধারণা এসেছে? এটা মূলত স্নায়ু সংযোগের ভুল বোঝাবুঝির কারণে। মুখ ও চোখের কাছে কিছু স্নায়ু (যেমন ট্রাইজেমিনাল নার্ভ) আছে। এই স্নায়ু মুখ ও চোখের সংবেদন নিয়ন্ত্রণ করে। অনেকেই ভেবেছেন, দাড়ি কামালে এই স্নায়ুতে চাপ পড়ে এবং চোখের দৃষ্টি খারাপ হতে পারে। কিন্তু এটা পুরোপুরি ভুল।

বিজ্ঞান কী বলে? চিকিৎসা বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, চোখের দৃষ্টি বা গুরুতর চোখের রোগের সঙ্গে দাড়ি কামানোর কোনো সম্পর্ক নেই। চোখের স্বাস্থ্য এবং মুখের ত্বকের যত্ন একে অপরের সঙ্গে স্বাধীন। শেভিং বা ত্বক ছোঁয়া কোনোভাবেই চোখের ভেতরের অংশকে প্রভাবিত করে না।

চোখের সমস্যা কেন হয়? দৃষ্টিশক্তি কমার প্রধান কারণ হলো জেনেটিক, বয়সজনিত রোগ (যেমন ছানি), ডায়াবেটিস, বা চোখের অভ্যন্তরীণ ক্ষতি। বাহ্যিক কিছু যেমন শেভিং বা দাড়ি কামানো এর সঙ্গে সম্পর্ক রাখে না।

দাড়ি কামানোর সাধারণ সমস্যা

দাড়ি কামানোর ফলে কিছু ত্বকের সমস্যা হতে পারে, যেমন :

- রেজার পোড়া

- চুলকানি

- ফলিকিউলাইটিস (চুলের গোড়ায় সংক্রমণ)

- কিন্তু চোখের সমস্যা হওয়ার কোনো প্রমাণ নেই।

আরও পড়ুন : কিছু ছোট পরিবর্তনেই বদলে যাবে আপনার পুরো লুক

আরও পড়ুন : শীতে নরম তুলতুলে হাত চাইলে যা করবেন

রোজ দাড়ি কামানো একেবারে নিরাপদ। চোখের দৃষ্টি রক্ষা করতে শেভিং বন্ধ করার কোনো প্রয়োজন নেই।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow