অদ্ভুত কাণ্ড করে মাঝেমধ্যেই শিরোনাম হন হোসে মরিনহো। এবারও তেমন কিছু করলেন পর্তুগিজ কোচ। বুধবার তুর্কিশ কাপে হারের পর গ্যালাতাসারেই কোচ ওকান বুরুকের নাক টেনে ধরলেন ফেনারবাখের এই কোচ।
ভিক্তর ওসিমহেন অতিথিদের হয়ে দুটি গোল করেন, দ্বিতীয়টি ছিল পেনাল্টি থেকে। হাফটাইমের আগ দিয়ে একটি গোল শোধ দেন সেবাস্তিয়ান সিমানস্কি। ম্যাচ শেষে মাঠের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ঠান্ডা করতে পুলিশকে মাঠে ঢুকতে... বিস্তারিত