প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসালো মোহামেডান

2 weeks ago 7

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্তভাবে এগিয়ে চলতে থাকলেও ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছিল মোহামেডান। লিগে কিংস ও আবাহনীকে হারানো দলটি ফেডারেশনের কাপে নিজেদের প্রথম ম্যাচে সাদাকালোরা হেরে যায় রহমতগঞ্জের কাছে।

শুরুর ধাক্কা কাটাতে মোহামেডান বেছে নিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। মঙ্গলবার প্রতিপক্ষের জালে ৬ গোল দিয়েছে আলফাজ আহমেদের দল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডানের ৬ গোল করেছেন ৬ জনে। ১১ মিনিটে মোজাফফরের গোলে লিড নেয় মোহামেডান। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। ২-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল করেন বর্তমান রানার্সআপ দলটি।

দ্বিতীয়ার্ধের চার গোল করেছেন ৫৩ মিনিটে আরিফ হোসেন, ৬৯ মিনিটে রাজু আহমেদ, ৭৮ মিনিটে সৌরভ দেওয়ান ও ৮১ মিনিটে জুয়েল রানা। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মোহামেডান। মোহামেডানের শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ আবাহনী ও ইয়ংমেন্স ক্লাব।

আরআই/আইএইচএস/

Read Entire Article