প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাস প্রকল্পের ‘প্রকল্প পরিচিতি’ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডির বিলিয়া অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস)’ এ প্রকল্প বাস্তবায়ন করছে। এতে সহায়তা দিচ্ছে কোরিয়ান ডিজঅ্যাবল পিপল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (কোডি)।
প্রকল্পের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জিবিএসএস’র সভাপতি মাসুদা ফারুক রত্না। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম-পরিচালক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুইড বাংলাদেশের মহাসচিব মো. মাহাবুবুল মুনির, এডাব’র পরিচালক এ কে এম জসীম উদ্দীন, দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জান্নাতুস সাফা শাহিনুর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিবিএসএস’র প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যাডভাইজর মেহেদী হাসান কিংশুক এবং কোষাধ্যক্ষ এজাবত উল্লাহ।
উদ্বোধনী সভায় প্রকল্পে অংশগ্রহণকারী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়নকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।
সভার শুরুতেই মাসুদা ফারুক রত্না বলেন, প্রকল্প পরিচিতি অনুষ্ঠানের মধ্যদিয়ে জিবিএসএস প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজের স্বাক্ষর রাখার পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। এজন্য উপস্থিত সবার একান্ত সহযোগিতা কাম্য।
প্রকল্পের সহায়তাকারী কোডি ও জিবিএসএস সম্পর্কে ধারণা দিয়ে প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন জিবিএসএস’র কোষাধ্যক্ষ এজাবত উল্লাহ। তিনি জানান, প্রকল্পটি মূলত চলতি মে মাস থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত—পাঁচ মাসের মেয়াদের। প্রকল্পের কর্ম এলাকা রাজধানীর মোহাম্মদপুরের ৩৩নং ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণের ৭নং ওয়ার্ড মানিকনগর।
প্রকল্পের আওতায় ২০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির সচেতনতা, দক্ষতামূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যবিধি এবং প্রকল্পের ৫০ জন প্রতিবন্ধী বা তাদের পরিচর্যযাকারীদের দক্ষতার ভিত্তিতে ব্যবসা পরিচালনার জন্য উপকরণ দিয়ে সহায়তা করা হবে। সেই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্নদের দুটি গ্রুপ গঠন করে তাদের স্বাবলম্বী হতে সহযোগিতা করা হবে।
উদ্বোধনী সভায় অংশগ্রহণকারী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রতিবন্ধী উন্নয়নকর্মী সালমা, নিগার সুলতানা, ফেরদৌস, সাংবাদিক রাবেয়া বেবি এবং কে এম শহীদুল হক প্রতিবন্ধীদের উন্নয়নে গঠনমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রকল্পের অংশগ্রহণকারী প্রতিবন্ধীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় ‘বৈষম্য হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি ও দরিদ্রতা হ্রাস’ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এএএইচ/ইএ/জেআইএম