প্রতিবাদী গান গেয়ে আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

3 months ago 18

‘কোটারে তুই খাইলি আমার দেশ, চাকরি বাকরি না পাইয়া পাগল হইলাম বেশ’ এমন সব গানে ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (০৮ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন ফ্লাইওভারের নিচের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে এসব গান পরিবেশনা করেন শিক্ষার্থীরা। এসময় তারা প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন।

শিক্ষার্থীরা গানের সুরে সুরে বলেন,‘এই কোটা সেই কোটা মারে তিলে তিলে, বাবার কোটা, দাদার কোটা আরও কোটা নিজে, চাকরি বাকরি করবো ক্যামনে আমার কোটা নাইরে। খেয়ে যায় আমার চাকরি, খেয়ে যায় কোটায়, মারা খেয়ে যাইরে।’

কোটাবিরোধী আন্দোলন, প্রতিবাদী গান গেয়ে আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

‘আরে কোটা প্রথা খাইলো মাথা, দেশটা খাইলো বেশ, কোটার জ্বালা বড় জ্বালা মেধাবীরা এখন শেষ। আমার চাকরি কোথায় বেশির কোটায় বুকিং আছে করা, বুকিং দিয়ে বেছে নিয়ে আমার ভাগে খা। হায় হায় কী যে করি রাস্তায় ঘুরি জুতোর তলা ক্ষয়, চাকরি বিহীন আর কতদিন বয়স পেরিয়ে যায়রে।’ এমন সব গান পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

এদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। টানা আড়াই ঘণ্টা রেলপথ অবরোধ করে আন্দোলন করেন তারা।

কোটাবিরোধী আন্দোলন, প্রতিবাদী গান গেয়ে আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

এছাড়াও গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজকর্ম বন্ধ থাকবে বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম বলেন, কোনো দেশে কোটা পদ্ধতি চালু থাকার অর্থ সে দেশের রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতাকে প্রকাশ করে। তাই অযৌক্তিক কোঠাগুলোকে বাতিল করে নতুনভাবে পদ্ধতির সংস্কার করতে হবে। কোটা নামক প্রহসনগুলো বাতিল করতে হবে। যতদিন রায় বাস্তবায়ন না হবে ততদিন ১৮ এর পরিপত্র জারি রাখতে হবে।

মনির হোসেন মাহিম/এফএ/জেআইএম

Read Entire Article