প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ছাত্রশিবিরের র‌্যালি

3 hours ago 4

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যালিটি লোহাগাড়া থানা রাস্তার মাথা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশনে গিয়ে শেষ হয়।

পরে বেস্ট চৌধুরী প্লাজা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ডি এম আসহাব উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি আলী হোসাইন।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবের বাকশাল, ধর্মনিরপেক্ষতাবাদ এবং বাম সন্ত্রাসীদের দৌরাত্ম্যে ছাত্রসমাজ যখন দিশেহারা, তখনই ছাত্রসমাজের হাল ধরতে আলোর মশাল হিসেবে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছিল। ছয়জনের হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠন আজ লাখ লাখ ছাত্রের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামবিরোধী শক্তি ছাত্রশিবিরের বিরোধিতায় লিপ্ত রয়েছে। যুগে যুগে যারাই ছাত্রশিবিরকে দমন করতে চেয়েছে, কালের আবর্তে তারাই আজ নিশ্চিহ্ন হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিপরীতে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, সব আন্দোলনে ছাত্রশিবির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হবে ছাত্রশিবির।

সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রথম সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি ও সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন ছাত্রনেতারা।

এমডিআইএইচ/কেএসআর/জেআইএম

Read Entire Article