প্রতিহিংসার রাজনীতি নয়, প্রতিযোগিতার রাজনীতি করুন : জুয়েল

2 hours ago 2
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতি করি না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসও করি না। আমি বিশ্বাস করি প্রতিযোগিতামূলক রাজনীতিতে- যেখানে প্রতিযোগিতা হবে মানুষের কল্যাণে, জনগণের আস্থা অর্জনের জন্য। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা বাজারে ইউনিয়ন বিএনপির একটি নতুন কার্যালয় উদ্বোধন শেষে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জুয়েল বলেন, আমরা চাই- একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, যেখানে মতভেদ থাকতে পারে, কিন্তু বিরোধিতা হবে যুক্তির মাধ্যমে। ব্যক্তিগত আক্রমণ বা অপপ্রচার করে রাজনীতির সৌন্দর্য নষ্ট করবেন না। নিজেকে গঠন করুন, মানুষের জন্য কাজ করুন, তাহলেই জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন সম্ভব হবে। প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজেদের দিকে তাকান। চিন্তা করুন, কীভাবে মানুষের হৃদয় জয় করা যায়। মানুষের পাশে থাকুন, তাদের দুঃখ-দুর্দশায় এগিয়ে আসুন। অন্যের বিরুদ্ধে বিষোদগার করে নয়, ভালো কাজের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করুন। রাস্তায় দাঁড়িয়ে নিজের দলের নেতাকর্মীদের নিয়ে কটূ কথা বলে নিজের দলেরই ক্ষতি করবেন না। এতে রাজনীতির সৌন্দর্য নষ্ট হয়, দেশের উপকারও হয় না। তিনি আরও বলেন, আমরা সৌহার্দ্যপূর্ণ, স্বাধীন ও উন্নত সমাজ গঠনে বিশ্বাস করি, যেখানে সবাই মিলেমিশে সম্মানের সঙ্গে বসবাস করবে। আমরা নীরব থাকি মানে এই নয় যে আমরা দুর্বল। আমরা যুক্তি দিয়ে জবাব দিতে জানি, কর্ম দিয়ে প্রমাণ দিতে জানি, আর মানুষের ভালোবাসা দিয়েই জয়ী হতে চাই। অনুষ্ঠান শেষে জুয়েল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং বলেন, এই ৩১ দফা হলো একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা। দেশের বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক সংকট থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে এই কর্মসূচির বাস্তবায়ন। তিনি আরও বলেন, এই কর্মসূচি শুধু রাজনৈতিক দল নয়, দেশের প্রতিটি মানুষের অধিকার ও উন্নয়নের কথা বলে। তাই দৌলতপুরসহ সারা দেশের মানুষকে ৩১ দফার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে সকালে শরীফ উদ্দিন জুয়েল পিয়ারপুর ইউনিয়নের শেরপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে তিনি বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির সুফল ব্যাখ্যা করে লিফলেট বিতরণ করেন। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে এই ৩১ দফা কর্মসূচিকে সমর্থন করুন। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকা নিন।
Read Entire Article