প্রতীক না ব্যক্তি, কী দেখে ভোট দেবেন মানুষ, জানা গেল জরিপে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দল এবং তাদের প্রতীক সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে দেশের ৫১ শতাংশ মানুষ। নির্বাচন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেডের জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের শিরোনাম ছিল, ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’। ভোট দেওয়ার সময় কোন বিষয়টি আপনার বিবেচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায়/ পাবে? এমন প্রশ্নে উত্তরে ৫১ শতাংশ ভোটার রাজনৈতিক দল বা প্রতীককে প্রাধান্য দেবেন। ১৭ দশমিক ৪ শতাংশ প্রার্থীর আচরণ-ব্যবহার বিবেচনা করবেন। ১৬ দশমিক ১ শতাংশ প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ড দেখে সিদ্ধান্ত নেবেন। আর ১০ দশমিক ৮ শতাংশ ভোট দেবেন প্রার্থীর সততাকে গুরুত্ব দিয়ে। অন্যদিকে, প্রার্থীর ধর্মীয় চেতনা বিবেচনা করে ভোট দিতে চান ২ দশমিক ৪ শতাংশ মানুষ। দলের রাজনৈতিক ইশতেহার দেখে সিদ্ধান্ত নেবেন ১ দশমিক ৩ শতাংশ। আর প্রার্থীর নিজ এলাকা হওয়াটাই প্রাধান্য দেবেন শূন্য দশমিক ৭ শতাংশ ভোটার। আর সামাজিক অবস্থান ও পরিচিতিকে গুরুত্ব দেবেন শূন্য দশমিক ৪ শতাংশ। উল্লেখ্য, জাতীয় দৈনিক প্রথম আলোর উদ্যোগে এ জরিপটি পর

প্রতীক না ব্যক্তি, কী দেখে ভোট দেবেন মানুষ, জানা গেল জরিপে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দল এবং তাদের প্রতীক সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে দেশের ৫১ শতাংশ মানুষ। নির্বাচন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেডের জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের শিরোনাম ছিল, ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’। ভোট দেওয়ার সময় কোন বিষয়টি আপনার বিবেচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায়/ পাবে? এমন প্রশ্নে উত্তরে ৫১ শতাংশ ভোটার রাজনৈতিক দল বা প্রতীককে প্রাধান্য দেবেন। ১৭ দশমিক ৪ শতাংশ প্রার্থীর আচরণ-ব্যবহার বিবেচনা করবেন। ১৬ দশমিক ১ শতাংশ প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ড দেখে সিদ্ধান্ত নেবেন। আর ১০ দশমিক ৮ শতাংশ ভোট দেবেন প্রার্থীর সততাকে গুরুত্ব দিয়ে। অন্যদিকে, প্রার্থীর ধর্মীয় চেতনা বিবেচনা করে ভোট দিতে চান ২ দশমিক ৪ শতাংশ মানুষ। দলের রাজনৈতিক ইশতেহার দেখে সিদ্ধান্ত নেবেন ১ দশমিক ৩ শতাংশ। আর প্রার্থীর নিজ এলাকা হওয়াটাই প্রাধান্য দেবেন শূন্য দশমিক ৭ শতাংশ ভোটার। আর সামাজিক অবস্থান ও পরিচিতিকে গুরুত্ব দেবেন শূন্য দশমিক ৪ শতাংশ। উল্লেখ্য, জাতীয় দৈনিক প্রথম আলোর উদ্যোগে এ জরিপটি পরিচালনা করা হয়েছে। এতে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা-শহর এলাকার ১৮-৫৫ বছর বয়সী মোট ১ হাজার ৩৪২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৬৬৮ জন ছিলেন। তথ্য সংগ্রহ করা হয় গত ২১-২৮ অক্টোবর। জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। এখানে এমন মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন। একই সঙ্গে তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের মাত্রা ৯৯ শতাংশ নির্ভরযোগ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow