প্রথম আলোর শেষ খবর আট ঘণ্টা আগের
তখন থমকে যায় প্রথম আলো অফিসের কর্মযজ্ঞ। আতঙ্কিত সংবাদকর্মীরা জীবন বাঁচাতে হুড়োহুড়ি শুরু করেন। সেখানে হাজির হন নিউ এইজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর। সেখানে তিনি নাজেহান হন। অবশ্য সংবাদকর্মীদের বের আনতে সক্ষম হন ও তার সঙ্গীরা। তবে আর কোনো খবর প্রকাশ করেনি প্রথম আলো।
What's Your Reaction?
