ওয়ানডে সিরিজ জয়ের পর চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা। আজ (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
সম্প্রতি টি-টোয়েন্টি সংস্করণে দারুণ ছন্দে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও আমিরাতের মতো প্রতিকূল কন্ডিশন থেকে সিরিজ জেতার সুখস্মৃতি আছে তাদের। আবার ঘরের মাঠে পাকিস্তান, নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষকেও হারিয়েছেন তারা। আমিরাতে এশিয়া কাপেও ফাইনালে খেলার খুব কাছেই ছিলেন তারা। সবমিলিয়ে বিশ্বকাপ সামনে রেখে দারুণ শেপে লিটনের নেতৃত্বাধীন দলটি।
আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশের ম্যাচ বলতে এখন ছয়টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি। এর বাইরে ত্রিদেশীয় সিরিজের আলাপ-আলোচনা হলেও আপাতত নিশ্চিতভাবে বলা যায়, ছয়টি ম্যাচই খেলার সুযোগ পাচ্ছেন তারা।
উইকেট বিবেচনায় প্রথম টি-টোয়েন্টিতে ২ পেসার এবং ৩ স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। স্পিনে দেখা যেতে পারে শেখ মাহেদী-রিশাদ-নাসুমকে। আর পেসার হিসেবে একাদশে থাকতে পারে তাসকিন-মুস্তাফিজ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান

3 hours ago
4









English (US) ·