চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ -এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এবার কেন্দ্রীয় সংসদের প্রতিটি মনোনয়ন ফরমের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই নির্বাচনী হাওয়ায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। প্রথম দিনে মোট ২৮ প্রার্থী মনোনয়ন তুলেছেন। কেন্দ্রীয় সংসদে মোট ২৬ জন এবং হল সংসদের ছাত্রী হলে ০১ জন ও ছাত্র হলে ০১ জন।
এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদের জন্য মোট ০৭ জন, জিএস পদে ০২ জন, এজিএস পদে ০২ জনসহ অন্য পদগুলোতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন নিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জোট প্যানেল ‘দ্রোহ পর্ষদ’। এতে ভিপি পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজু লক্ষী অবরোধ, জিএস পদে শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমেদ, এজিএস পদে ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির নির্বাচন করবেন।
এদিকে চাকসু নির্বাচনে এককভাবে নির্বাচন করবে চবি শাখা ছাত্র অধিকার পরিষদ। প্যানেলের নাম ইতোমধ্যে নির্বাচন করা হয়েছে ‘চাকসু ফর রেপিড চ্যাঞ্জ’। আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
এদিকে কেন্দ্রীয় সংসদে ভিপি প্রার্থী হিসেবে প্রথম মনোনয়ন তুলেছেন নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান। এর আগে কেন্দ্রীয় সংসদে ক্রীড়া সম্পাদক পদে সর্বপ্রথম মনোনয়ন তুলেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী তায়েফুল আলম।
ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহকারী হাবিবুর রহমান বলেন, আমরা মনে করি আমি একজন শিক্ষার্থী হিসেবে কোনো দলীয় বলয়ে না গিয়ে নিজে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব। আমার প্রতিশ্রুতি হলো আমি শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করব।
এ ছাড়া হল সংসদ নির্বাচনে দপ্তর সম্পাদক হিসেবে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা নিয়ে আমার সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাব। শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্লাটফর্মই হয়ে উঠুক আমাদের মুক্তির হাতিয়ার।
এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আজ প্রথম দিনেই প্রার্থীরা মনোনয়ন নিতে শুরু করেছেন। আশা করি, ধীরে ধীরে আরও প্রার্থীরা ফরম নিতে আসবেন। পরিবেশ এখন শান্তিপূর্ণ। নিরাপত্তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রার্থীদের জন্য নির্দেশনা দিচ্ছি, রসিদ দিচ্ছি যা ডোপ টেস্টের পর জমা দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা চাকসু নির্বাচন অফিসে তিনটি বুথ করেছি। কেন্দ্রীয় ফরম, হল সংসদ ফরম ও ছাত্রীদের জন্য আলাদা ফরম সব মিলিয়ে তিনটি বুথ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে।
চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণ বিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না।
আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
চাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।