প্রথম দিনেই ইতিহাস গড়েছে ‘পুষ্পা টু: দ্য রুল’
ভারতের বহুল প্রত্যাশিত সিনেমা পুষ্পার দ্বিতীয় সিক্যুয়েল ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তি পেয়েছে ডিসেম্বরের ৫ তারিখ। মুক্তির প্রথম দিনই ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দিয়েছে আল্লু আর্জুন অভিনীত এই ছবি। বক্স অফিস থেকে শুধু ভারত থেকে সিনেমাটি আয় করেছে ১৭৫ কোটি রুপি। খবর: স্যাকনিল্ক
এক রিপোর্টে স্যাকনিল্ক জানিয়েছে, ভারতছাড়া বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রথম দিনেই ২৮২ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। যা প্রথম দিনে ভারতের সিনেমা ইতিহাসে সর্বোচ্চ।
রিপোর্টে আরও জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটির অগ্রিম বুকিংয়েও অসাধারণ প্রতিক্রিয়া দেখা গেছে। সেক্ষেত্রে বিদেশি বক্স অফিস থেকেও ভালো আয় এসেছে পুষ্পা টুর।
ভারতীয় বক্স অফিসে সিনেমাটি তেলেগু ৯৫ কোটি, হিন্দি ৬৭ কোটি, তামিল ৭ কোটি, কন্নড় ১ কোটি ও মালায়ালাম ভাষায় ৫ কোটি রুপি আয় করেছে।
যার ফলে ট্রিপল আর, বাহুবলী, কেজিএফ এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে একদিনের আয়ের শীর্ষে অবস্থান করছে ‘পুষ্পা টু’। ছবির অনলাইন টিকেট বিক্রেতা আশিস সাকসেনা জানিয়েছেন, ‘পুষ্পা টু: দ্য রুল আনুষ্ঠানিকভাবে ইতিহাস নতুন করে লিখেছে, অগ্রিম বিক্রিতে ৩০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।
সুকুমার পারিচালিত ‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল।