অবশেষে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘থাম্মা’। আজ বুধবার ভারতীয় গণমাধ্যম বলছে, ছবিটি উদ্বোধনী দিনে প্রায় ২৩ থেকে ২৪ কোটি রুপি উপার্জন করেছে। এর বাজেট ও কাস্টের পরিপ্রেক্ষিতে এটি একটি চমকপ্রদ শুরু বলা যেতে পারে।
‘থাম্মা’ সিনেমাটি মাড্ডক হরর কমেডি ইউনিভার্সের অংশ। যার পূর্ববর্তী ছবি ‘স্ট্রি ২’ প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছিল। তার আগের ছবি ‘মুনজ্যা’ কোনো বড় তারকা ছাড়াই ১০০ কোটি রুপি পার করেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে ‘থাম্মা’ও বাজিমাত করছে বক্স অফিসে।
উদ্বোধনী দিনে সিনেমাটি বিশেষভাবে ভালো করেছে দিল্লি-উত্তর প্রদেশ, রাজস্থান এবং মাইসোরে। পূর্বাঞ্চলীয় সার্কিটেও দর্শক সাড়া মিলেছে। তবে গুজরাটে আশা অনুযায়ী পারফরম্যান্স পাওয়া যায়নি। যেহেতু সিনেমাটি মঙ্গলবার মুক্তি পেয়েছে, তাই এটি একটি দীর্ঘ উইকএন্ড উপভোগ করবে।
বিশ্লেষকদের অনুমান, ছয় দিনের সম্প্রসারিত উইকএন্ডে সিনেমাটি ১০০ থেকে ১১০ কোটি রুপি উপার্জন করতে পারে। যদি দর্শকপ্রিয়তা আরও বাড়ে, তাহলে ১২০ কোটি রুপি অর্জনও সম্ভব। সিনেমাটি যদি ২০০ কোটি রুপি নেট আয় করতে পারে তা হবে একটি বড় সাফল্য।
দীপাবলির সময় কমেডি ছবিগুলোর ইতিহাস বেশ ভালো। পূর্ববর্তী বছরগুলোর মতো ‘গোলমাল এগেইন’, ‘হাউসফুল ৫’, ‘ভুল ভুলাইয়া ৩’ ইত্যাদি ছবি বড় আয় করেছে। আশা করা হচ্ছে, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘থাম্মা’ও এবারের দীপাবলিতে সফল হবে।
সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সার্পোটদার। উদ্বোধনী দিন দর্শকদের রিভিউ ইতিবাচক এসেছে এবং এটি ইউনিভার্সের প্রথম প্রেমের গল্প হিসেবে স্বাগত পাচ্ছে।
এলআইএ/জিকেএস

1 day ago
9









English (US) ·