ড্র করা গল টেস্টটির প্রথম দিনের সঙ্গে কলম্বো টেস্টের প্রথম দিনে বিশাল ফারাক। শুরুতে তিন উইকেট হারালেও শান্ত-মুশফিকের জুটিতে গলের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের টেস্টেই সেই তথৈবচ অবস্থা। একের পর এক আত্মাহুতিতে ৮ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। বৃষ্টির বাঁধায় দিনে খেলা হয়েছে ৭১ ওভার। বিনিময়ে বোর্ডে জমা হয়েছে ২২০ রান। কলম্বোয় প্রথম ইনিংসের গড় রান ৩২৫।
তবে একটি বেদনাদায়ক মিল... বিস্তারিত