প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

কথায় আছে - ফার্স্ট ইমেপ্রেশন ইজ দ্য লাস্ট ইমেপ্রেশন। অর্থাৎ, প্রথম দেখায় আপনার সম্পর্কে কেউ যেমন অনুভব করবে, তার প্রভাব শেষ পর্যন্ত থাকবে। এ কারণেই হয়তো প্রথম দেখায় প্রেমে পড়ার বিষয়টা এতা জনপ্রিয়। তবে আপনি কি জানেন - প্রথম দেখায় মানুষকে পছন্দ হয়ে যাওয়ার ব্যাপারটা যতটা রোমান্টিক মনে হয়, বিষযটা তার চেয়ে বেশি বিজ্ঞানসম্মত? এর পেছনে আছে মনোবিজ্ঞান, আচরণবিজ্ঞান আর আমাদের মস্তিষ্কের জটিল কিছু খেলা। কারও সঙ্গে আলাপের প্রথম কয়েক মিনিটের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি — এই মানুষটাকে কি আমি আরেকটু জানতে চাই, নাকি দূরে থাকাই ভালো। এমন দ্রুত সিদ্ধান্তের কারণ শুধু চেহারা নয়; কাজ করে কণ্ঠস্বর, দেহভঙ্গি, গন্ধ, চোখের ভাষা, এমনকি আমাদের নিজের মানসিক অবস্থাও। চলুন জেনে নেওয়া যাক, প্রথম দেখায় মানুষকে আসলে কী কী আকর্ষণ করে- ১. হাসি আর ব্যক্তিত্বের উষ্ণতা প্রথম ইমপ্রেশনের মূলচাবি জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা যায়, বন্ধুসুলভ হাসি আর চোখের কোমলতা প্রথম ৭ সেকেন্ডে মানুষের প্রতি আমাদের ধারণা পাল্টে দেয়। উষ্ণতা বা ওয়ার্মথ মানুষকে নিরাপদ অনুভূতি দেয়। ফলে প্রথম দেখাতেই

প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

কথায় আছে - ফার্স্ট ইমেপ্রেশন ইজ দ্য লাস্ট ইমেপ্রেশন। অর্থাৎ, প্রথম দেখায় আপনার সম্পর্কে কেউ যেমন অনুভব করবে, তার প্রভাব শেষ পর্যন্ত থাকবে। এ কারণেই হয়তো প্রথম দেখায় প্রেমে পড়ার বিষয়টা এতা জনপ্রিয়।

তবে আপনি কি জানেন - প্রথম দেখায় মানুষকে পছন্দ হয়ে যাওয়ার ব্যাপারটা যতটা রোমান্টিক মনে হয়, বিষযটা তার চেয়ে বেশি বিজ্ঞানসম্মত? এর পেছনে আছে মনোবিজ্ঞান, আচরণবিজ্ঞান আর আমাদের মস্তিষ্কের জটিল কিছু খেলা।

কারও সঙ্গে আলাপের প্রথম কয়েক মিনিটের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি — এই মানুষটাকে কি আমি আরেকটু জানতে চাই, নাকি দূরে থাকাই ভালো। এমন দ্রুত সিদ্ধান্তের কারণ শুধু চেহারা নয়; কাজ করে কণ্ঠস্বর, দেহভঙ্গি, গন্ধ, চোখের ভাষা, এমনকি আমাদের নিজের মানসিক অবস্থাও।

প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

চলুন জেনে নেওয়া যাক, প্রথম দেখায় মানুষকে আসলে কী কী আকর্ষণ করে-

১. হাসি আর ব্যক্তিত্বের উষ্ণতা প্রথম ইমপ্রেশনের মূলচাবি

জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা যায়, বন্ধুসুলভ হাসি আর চোখের কোমলতা প্রথম ৭ সেকেন্ডে মানুষের প্রতি আমাদের ধারণা পাল্টে দেয়। উষ্ণতা বা ওয়ার্মথ মানুষকে নিরাপদ অনুভূতি দেয়। ফলে প্রথম দেখাতেই আকর্ষণ বেড়ে যায়।

২. কোমল কণ্ঠস্বরেই বাড়ে সংযোগ

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণা বলছে, আত্মবিশ্বাসী ও কোমল কণ্ঠ মানুষকে দ্রুত আরাম দেয়। আমরা অবচেতনভাবেই এমন কণ্ঠের প্রতি বেশি আকৃষ্ট হই, যেটা চাপ কমায় এবং নিরাপদ অনুভব করায়।

প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

৩. মিল–ই হলো প্রথম আকর্ষণের বড় কারণ

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা যায়, সামান্য মিল। যেমন পছন্দ, অভ্যাস বা মূল্যবোধ প্রথম দেখায় মানুষের প্রতি দ্রুত টান তৈরি করে। আমাদের মস্তিষ্ক পরিচিতির উপস্থিতিতে স্বস্তি বোধ করে, ফলে আকর্ষণও বাড়ে।

৪. যে মানুষ স্বস্তি দেয়, তাকে দ্রুত ভালো লাগে

সোশ্যাল কগনিটিভ অ্যান্ড অ্যাফেকটিভ নিউরোসায়েন্স-এর তথ্য অনুযায়ী, যে ব্যক্তি প্রথম আলাপেই আমাদের ভেতরে টেনশন না বাড়িয়ে স্বস্তি তৈরি করে, তার প্রতি মস্তিষ্ক দ্রুত পজিটিভ প্রতিক্রিয়া দেখায়। তাই অনেক সময় প্রথম সাক্ষাতে আমরা বলি, ওকে দেখে মনে হলো যেন আমার অনেকদিনের পরিচিত!

প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

৫. সুঘ্রাণ ও কেমিস্ট্রি সত্যিই বৈজ্ঞানিক বিষয়

গন্ধ শুধু রোমান্টিক কবিতা নয়, বায়োলজির অংশ। গবেষকরা দেখেছেন, আমাদের দেহের প্রাকৃতিক গন্ধ ও ফেরোমোন প্রথম দেখায় আকর্ষণের বড় ভূমিকা রাখে। পরিষ্কার-পরিচ্ছন্নতা এখানে অন্যতম নির্ধারক।

৬. আত্মবিশ্বাসী দেহভঙ্গিতে আকর্ষণ বেড়ে যায়

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে, সোজা দাঁড়িয়ে থাকা, উন্মুক্ত ভঙ্গি ও ধীরস্থির নড়াচড়া কাউকে আত্মবিশ্বাসী হিসেবে তুলে ধরে এবং অন্যের চোখে তার প্রতি দ্রুত আকর্ষণ তৈরি করে।

প্রথম দেখায় আকর্ষণ কি শুধুই রোমান্টিকতা

৭. দয়ালু মানুষকে সবাই বেশি পছন্দ করে

জার্নাল অব এভোলিউশনারি সাইকোলজি জানায়, প্রথম দেখায় দয়া, নম্রতা ও সহানুভূতি — এই তিন বৈশিষ্ট্য আকর্ষণের শীর্ষে থাকে। অর্থাৎ ‘ভালো মানুষ’ হওয়া যেকোনো যুগেই আকর্ষণীয় হওয়ার গুণে শীর্ষস্থানীয়।

প্রথম দেখায় আকর্ষণ শুধু চেহারা বা বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়। হাসি, গন্ধ, মিল, দেহভঙ্গি, কণ্ঠ — সব মিলিয়ে আমাদের মস্তিষ্ক কয়েক সেকেন্ডেই সিদ্ধান্ত নেয় কে আমাদের কাছে নিরাপদ, আর কে বিশেষ। আর এই আকর্ষণই অনেক সময় জন্ম দেয় নতুন বন্ধুত্ব, প্রেম কিংবা দীর্ঘ সম্পর্কের।

সূত্র: জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি রিসার্চ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, সোশ্যাল কগনিটিভ অ্যান্ড অ্যাফেকটিভ নিউরোসায়েন্স, অক্সফোর্ড ইউনিভার্সিটি, জার্নাল অব এভোলিউশনারি সাইকোলজি

এএমপি/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow