প্রথম বলে উইকেট আর ম্যাচ সেরা হওয়ার পর নাসুমের প্রতিক্রিয়া

2 hours ago 6
ব্যাটিংয়ে প্রত্যাশিত রান তুলতে না পারায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই চাপের মুখে ছিল বাংলাদেশ। সেই চাপ কাটাতে দরকার ছিল বল হাতে এক ঝলক আলোর—আর সেই আলো জ্বালালেন নাসুম আহমেদ। টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পেয়ে প্রথম বলেই ফিরিয়ে দিলেন আফগান ওপেনার সেদিকউল্লাহ অতলকে। এমন দুর্দান্ত শুরুতেই তৈরি হলো ম্যাচের মোড় ঘোরানোর মঞ্চ। নতুন বলে দারুণ স্পেল উপহার দিয়ে শেষ পর্যন্ত ম্যাচসেরার পুরস্কার জেতেন বাঁহাতি এই স্পিনার। পুরস্কার হাতে নাসুম বলেন, ‘নতুন বলে সবসময় বোলিং করতে ভালো লাগে। আজকে যখন অধিনায়ক আমাকে প্রথম ওভার দিলেন, তখনই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রথম বলেই উইকেটটা পেয়েছি—অনেক ভালো লেগেছে।’ প্রথম ওভারে শুধু উইকেটই নয়, তুলে নেন একদম মেডেনও। আফগানিস্তানের ইনিংসের গতি আটকে দেয় সেই শুরু। তিন ওভারের স্পেলে ফেরান ইব্রাহিম জাদরানকেও। তার করা প্রথম তিন ওভারে আফগানরা করতে পারে মাত্র ৭ রান। ১৫৪ রানের কম পুঁজি নিয়েও বাংলাদেশকে এগিয়ে দেয় নাসুমের নিয়ন্ত্রিত বোলিং। শেষ দিকে আবারও আক্রমণে আনা হয় তাকে, তখন ক্রিজে ছিলেন ভয়ঙ্কর রশিদ খান। ১৮তম ওভারে কেবল ৪ রান দেন অভিজ্ঞ স্পিনার। ফলে ১৮ বলে ৩১ থেকে সমীকরণ নেমে আসে ১২ বলে ২৭ রানে। ম্যাচের গতিপথ তখন অনেকটাই বাংলাদেশের পক্ষে চলে আসে। সব মিলিয়ে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১১ রান খরচায় ২ উইকেট তুলে নেন নাসুম আহমেদ। এটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পঞ্চম ম্যাচসেরা পারফরম্যান্স। অতিরিক্ত গরমে বল হাতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল নাসুমকে। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই সাফল্য পান তিনি। ‘রাতে বল করতে গিয়ে ঘামাচ্ছিল খুব। তাই গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। পরে গ্রিপ বদলে ক্রস সিমে করার চেষ্টা করেছি, জায়গায় বল করার দিকেই বেশি মন দিয়েছি,’ বললেন বাঁহাতি এই স্পিনার। প্রথম বলের উইকেট, শুরুর নিয়ন্ত্রণ আর শেষের ধৈর্য—সব মিলিয়ে নাসুমের এই স্পেলই বাংলাদেশকে ম্যাচে এগিয়ে রাখে সবচেয়ে বেশি।  
Read Entire Article