প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের স্কোয়াডে এলো পরিবর্তন

2 hours ago 4
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।  ৩০ বছর বয়সী নাসুম ১৮ ওয়ানডেতে ১৬ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৪.৪৮। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
Read Entire Article