প্রথম শিফটে উপস্থিত ৮৬ শতাংশ   

1 month ago 33

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৮৬ শতাংশ পরীক্ষার্থ অংশ নিয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষা কমিটির সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

এর আগে, সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত প্রথম শিফটের পরিক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে বিন্যাসকৃত পরিক্ষার্থী ছিলেন ১২ হাজার ৪৭৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ৮৪৪ জন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন বলেন,সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়ছেন ৪৩ জন।

‘ডি’ দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এই ইউনিটের পরীক্ষায় চারটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে—বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান।

চার বছর পর এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষায় মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ৭২ নম্বরের। বহুনির্বাচনি পরীক্ষা হবে ২৪ নম্বরের। লিখিত পরীক্ষা হবে ৪৮ নম্বরের। পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর। এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর গগণা করা হবে। তবে পরবর্তীতে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে।

Read Entire Article