যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করবেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিষেক ভাষণের পরপরই এসব আদেশ জারির প্রক্রিয়া শুরু হবে।
ট্রাম্প জানান, ঠিক কতগুলো আদেশ জারি করবেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে তিনি বলেন, ‘সংখ্যাটি রেকর্ড ভাঙবে।’ ১০০র বেশি হতে পারে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, অন্তত ওই সংখ্যার মধ্যেই থাকবে।
আরও পড়ুন>>
- ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কারা থাকবেন, কী হবে?
- অবৈধ অভিবাসী বিতাড়নের ধাক্কা সামলাতে পারবে আমেরিকা?
- ট্রাম্প প্রশাসনের প্রথম দিন যে ৩ বিষয়ে নজর থাকবে এশিয়ার
ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী আদেশগুলোর মাধ্যমে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনেক নীতি বাতিল করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, অভিবাসনসহ অন্যান্য বিষয়ে তার প্রথমদিন থেকেই কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা রয়েছে।
ট্রাম্প তার প্রথম দিন থেকেই ব্যাপক হারে অনথিভুক্ত অভিবাসীদের বিতাড়নের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, এই প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। তবে কোন কোন শহরে এটি শুরু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি।
তার কথায়, শহরগুলো সম্পর্কে বলতে পারছি না। কারণ পরিস্থিতি এখনো পরিবর্তিত হচ্ছে। তবে শিগগির আপনারা এটি দেখতে পাবেন।
সাম্প্রতিক অভিষেক অনুষ্ঠানগুলো সাধারণত ক্যাপিটল ভবনের সামনে অনুষ্ঠিত হলেও এবারের অনুষ্ঠান ইনডোরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনে শীতল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, আমার মনে হয়, এটি সঠিক সিদ্ধান্ত। অতিরিক্ত ঠান্ডার কারণে এটি অনেক মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারতো।
শনিবার ট্রাম্প তার গলফ ক্লাবে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক উৎসব শুরু করবেন। সেখানে আতশবাজিসহ নানা আয়োজন থাকবে বলে জানানো হয়েছে।
সূত্র: এএফপি
কেএএ/