প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ অফিসিয়ালই নারী

4 hours ago 3
নারী ক্রিকেটের অগ্রযাত্রায় নতুন মাইলফলকের ঘোষণা দিল আইসিসি। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্ব পাওয়া সবাই নারী। এই প্রথম ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ অফিসিয়ালই থাকছেন নারী। আইসিসিরি ঐতিহাসিক এই পথচলার সঙ্গী থাকছেন বাংলাদেশেরও একজন। বিশ্বকাপের ১৪ আম্পায়ারের মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হবেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ, কমনওয়েলথ গেমসে এর আগে সব নারী ম্যাচ অফিসিয়াল পরিচালনা করা হলেও এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে সেই ধারার সূচনা হচ্ছে।  নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এটি এক ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তার মতে, অল-উইমেন ম্যাচ অফিসিয়াল প্যানেলের অন্তর্ভুক্তি বিশ্বজুড়ে নারী ক্রিকেটের সফলতা অর্জনের পথ আরও প্রশস্ত করবে। তিনি বলেন, ‘নারী ক্রিকেটের যাত্রায় এটি একটি দারুণ মুহূর্ত, যা আমরা আশা করি ভবিষ্যতে খেলাধুলার সব ক্ষেত্রেই পথপ্রদর্শক হবে। শুধু নারীদের নিয়ে গঠিত ম্যাচ অফিসিয়াল প্যানেল অন্তর্ভুক্ত করা এক বিশাল মাইলফলক। এটি আইসিসির নারী-পুরুষ সমতা অর্জনের প্রতি দৃঢ় অঙ্গীকারেরই একটি শক্তিশালী প্রতিচ্ছবি।’  উল্লেখ্য, এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো অংশ নেবে আসন্ন এই বৈশ্বিক আসরে।
Read Entire Article