৭৮তম কান চলচিত্র উৎসবে আলিয়ার ভাট অংশ নেবেন, এটা আগে থেকেই সবার জানা ছিল। তবে কাশ্মীরের পেহেলগামের ঘটনার জের ধরে পাকিস্তানে ভারতের চালোনো ‘অপারেশন সিঁদুর’-এর পর আলিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন, এবারের কান চলচ্চিত্র উৎসবে অংশ নবেন না। তবে শেষমুহূর্তে তিনি তার সিদ্ধান্ত পালটে হাজির হন কানের লালগালিচায়।
এটাই আলিয়ার প্রথম কান উপস্থিতি। স্বভাবতই তার ভক্তদের নজর ছিল তার দিকে। ২৩ মে এই বলি... বিস্তারিত