প্রথমবার চঞ্চলের সঙ্গে জুটি হচ্ছেন ঋতুপর্ণা

2 months ago 7

প্রথমবার একসঙ্গে সিনেমায় জুটি গড়তে চলেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। নির্মাতা অমিতাভ ভট্টাচার্য পরিচালিত ‘ত্রিধারা’ সিনেমায় নতুন এ জুটিকে দেখা যাবে। সিনেমায় আরও রয়েছেন কৌশিক গাঙ্গুলি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, এরই মধ্যে নির্মাতা কথা বলেছেন দুই তারকার সঙ্গে। প্রাথমিক আলোচনা হলেও কোনো কিছু এখনও চূড়ান্ত হয়নি।

নতুন সিনেমা নিয়ে চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি নিয়ে একাধিকবার তাদের সঙ্গে কথা হয়েছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। গল্প শুনে মনে হয়েছে কাজটি দারুণ হবে। আসলে একটি সিনেমায় যুক্ত হওয়ার আগে তো বেশকিছু প্রক্রিয়া থাকে। সেগুলো এখনো হয়নি। মনে হচ্ছে আমাদের এই কাজটি হবে।’

আরও পড়ুন:

চঞ্চল চৌধুরীর সুরেই ভারতী গণমাধ্যমে কথা বলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। সব ঠিক থাকলেই এই ছবির কাজ শুরু হবে। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত ‘উৎসব’ সিনেমা রীতিমতো চমক দেখাচ্ছে। মুক্তির বিশ দিন পেরিয়ে গেলেও এখনও ছবিটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। এছাড়া ‘ইনসাফ’ ছবিতেও কেমিও চরিত্রে তাকে পছন্দ করেছে দর্শক।

এমআই/জেআইএম

Read Entire Article