প্রথমবার জ্যোতিদের ৩ দিনের ম্যাচ
বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে দু’বছর হয়ে গেছে। অথচ এখনো টেস্ট খেলার জন্য তৈরি হতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। এরমধ্যে একবার দুদিনের ম্যাচ খেলেছিলেন। সেটাও পরের মৌসুমে আর হয়নি। এবার প্রথমবারের মতো তিন দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন তারা। নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) নামে আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। দ্বিতীয় ম্যাচটি ২৬ ডিসেম্বর। সবকয়টি ম্যাচ হবে রাজশাহীতে দুই ভেন্যুতে ভাগ করে।
দক্ষিণাঞ্চল: রাবেয়া (অধিনায়ক), শামিমা সুলতানা, বিথি পারভিন, রুবেয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়শা রহমান, রুপা রয়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা মেঘলা, ফাতেমা তুজ যোহরা, লেকি চাকমা ও প্রিতি দাস।
উত্তরাঞ্চল: সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমিন সুলতানা, রিতু মনি, রানি শাহা, রচনা আক্তার, ফারিহা তৃষ্ণা, লাকি খাতুন, ফাতেমা সোনিয়া, মারুফা আক্তার, লাবনী আক্তার ও জান্নাতুল সুমনা।
মধ্যাঞ্চল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুমতা হেনা হাসনাত, রাবেয়া আক্তার, ফুর্রা বেগম, লতা মন্ডল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।
পূর্বাঞ্চল: ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার, শম্পা বিশ্বাস, শারমিন সুপ্তা, সুরাইয়া আজমিন, নাসিমা খাতুন, সাবিকুন নাহার, তাজ নাহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা ববি, দিপা খাতুন, জান্নাতুল তিথি ও আশরাফি ইয়াসমিন।