প্রথমবার দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা চৌধুরী

3 months ago 9

বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবার দেশের মাটিতে খেলার জন্য ঢাকা পৌঁছালেন হামজা চৌধুরী। আজ সকাল ১০টা. ৫৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

ভারতের শিলংয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলেছিলেন হামজা। অভিষেক ম্যাচেই দেখিয়েছিলেন দাপট। এরপর আজ আবার ফিরলেন। তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন, তা নিশ্চিত নয় এখনও।

এইতো সেদিন এসেছিলেন হামজা। কিন্তু রেশ রেখে গেছেন অনেকটা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার স্বপ্ন দেখেছেন, কোটি ভক্তকে দেখিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবং অল্পতেই রেখে গেছেন বড় ছাপ। তার সঙ্গে যোগ দিয়েছেন আরও দুই প্রবাসী খেলোয়াড়- ফাহামিদুল ইসলাম চলে এসেছেন, সামিত সোমও চলে আসবেন। কিউবা মিচেলও পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট।

আইএইচএস/

Read Entire Article