প্রথমার্ধে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ এ সমতায় পোল্যান্ড

3 months ago 53

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পোল্যান্ডের মুখোমুখি হয়ে প্রথমার্ধ শেষে ১-১ এ সমতায় রয়েছে নেদারল্যান্ডস। দীর্ঘদিন কোন বড় ট্রফি জেতা হয়নি ডাচদের। সে লক্ষ্যে রোনাল্ড কোয়েম্যানের দল বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ডাচরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিভারপুল তারকা গাকপোর শট রুখে দেন পোলিশ গোলরক্ষক সিজনি। পুরো মাঝমাঠ দখল নিয়ে খেলতে থাকে ডাচরা।

ম্যাচের ৯ মিনিটে রেইনার্ডের শট একটুর জন্য গোলবার ঘেষে বেরিয়ে যায়। বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচের প্রথম গোলটি পায় পোল্যান্ড। কর্নার থেকে জিয়েলেন্সকির বাড়ানো বলে দুর্দান্ত হেডে গোল করেন তুর্কিশ লিগে খেলা এডাম বুকসা।

গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকা ডাচরা ২২ মিনিটে দারুণ সুযোগ পায়। কিন্তু মেম্ফিস ডেপায়ের বুলেট গতির শট গোলবারের উপর দিয়ে চলে যায়। তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি নেদারল্যান্ডসকে।

২৯ মিনিটে গাকপোর দূরপাল্লার শট পোলিশ ডিফেন্ডারের পায়ে লেগে জালে প্রবেশ করলে সমতায় ফেরে তারা। ৩২ মিনিটে পোল্যান্ডও পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। জ্যাকোব কিউইর শট দারুণ ভঙ্গিমায় রুখে দেন ডাচদের ২১ বছর বয়সী গোলরক্ষক। ১-১ এ সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

আরআই/আইএইচএস/জিকেএস

Read Entire Article