প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে সন্দেহের খানিকটা অবসান ঘটবে : সাইফুল হক

1 month ago 9

জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

তিনি বলেছেন, এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সে অনিশ্চয়তা ও সন্দেহ-অবিশ্বাস সৃষ্টি হয়েছিল, তার খানিকটা অবসান ঘটবে। একইসাথে এই ঘোষণার মধ্য দিয়ে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছিল, তাও কিছুটা দূর হবে বলে আশা করা যায়। 

বুধবার (০৬ আগস্ট) দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের রাজনৈতিক পরামর্শের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করা হবে।

সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার গতকালের (মঙ্গলবার) ঘোষণার পর সরকারের দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি  করা। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হলে যেসব কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে আছে তাদের উচিত হবে তা থেকে দ্রুত বেরিয়ে আসা। 

তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রেখে এক ধরনের গোপনীয়তার মধ্যে যেভাবে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা এবং ঘোষণা দেয়া হয়েছে, তাতে ইতিমধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আর বিদ্যমান আধা নৈরাজ্যিক পরিস্থিতির অবসান ঘটাতে না পারলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক আশা প্রকাশ করে বলেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে নির্বাচনকেন্দ্রিক চ্যালেঞ্জসমূহ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে বিচার, সংস্কার ও নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে পারবে।

Read Entire Article