প্রধান উপদেষ্টার পাশে যেসব রাজনৈতিক দলের নেতারা

1 month ago 8

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুসহ অভ্যুত্থান-সংহত রাজনৈতিক জোটের শীর্ষ নেতারা।

এছাড়া অন্য রাজনৈতিক দলের নেতারা মঞ্চের সামনে বসে ছিলেন।

অনুষ্ঠানস্থলে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা ছাতা হাতে কিংবা ভিজে দাঁড়িয়ে ছিলেন। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও পুরো অনুষ্ঠান বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

টিটি/এএমএ/এএসএম

Read Entire Article