প্রধান উপদেষ্টার সঙ্গে আজিয়াটা গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ

1 month ago 5

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

মঙ্গলবার (১২ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে আজিয়াটা গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ

তাদের মধ্যে রয়েছেন- মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপের চেয়ারম্যান ও স্বাধীন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিল রিজা রিদজুয়ান, সার্বভৌম সম্পদ তহবিল খাজানা ন্যাশনাল বেরহাদের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জাহির এবং মালয়েশিয়ার হালাল শিল্পের নেতারা।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কুয়ালালামপুরে হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে আজিয়াটা গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ

কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ নিয়ে অনুষ্ঠিত এক ব্যবসা ফোরামে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে বাংলাদেশে ব্যবসা আমার ধারণা মতো এগোয়নি। তবে নতুন বাংলাদেশে অনেক কিছুই গড়ে উঠছে, যার মধ্যে অন্যতম হলো ব্যবসার সম্ভাবনা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সর্বোচ্চভাবে ব্যবসাবান্ধব হওয়ার চেষ্টা করছে। আমি পরিবর্তিত বাংলাদেশে অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছি।

এমইউ/কেএসআর/এমএস

Read Entire Article