প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাতের বার্তা

1 week ago 10
জাতীয় ঐক্য গঠনে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত।  মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ছাত্র-জনতা। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে হাসনাত বলেন, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক যেন জনগণের সাথে জনগণের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি আমাদের সম্পর্ক কোনোভাবে বিচ্যুত হয়, সার্বভৌমত্ব-অখণ্ডতার প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দেব না। ভারতকে উদ্দেশ্য করে আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে, জনগণের দৃষ্টিতে দেখে এই সরকারের সঙ্গে ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন।
Read Entire Article