প্রধান উপদেষ্টার সঙ্গে হুমা খানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে তারা জুলাই-উত্তরণের পরের পরিস্থিতি, ন্যায়বিচার, জবাবদিহি ও ভুক্তভোগীদের মানসিক আরোগ্যসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়েও মতবিনিময় করেন তারা। গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে সেবা দেওয়ার জন্য হুমা খানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ মানবাধিকার দফতরের ভূমিকা, বিশেষ করে গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত নৃশংসতার স্বাধীন তদন্তে তাদের সহযোগিতার জন্য প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং দেশে গুম ও গোপন আটক কেন্দ্রের ঘটনার তদন্তে গুম কমিশনের কার্যক্রম সম্পর্কেও তাদের মধ্যে আলোচনা হয়। এসময় সরকারের এসডিজি সমন্বয়ক এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। এমইউ/এমএএইচ/

প্রধান উপদেষ্টার সঙ্গে হুমা খানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে তারা জুলাই-উত্তরণের পরের পরিস্থিতি, ন্যায়বিচার, জবাবদিহি ও ভুক্তভোগীদের মানসিক আরোগ্যসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়েও মতবিনিময় করেন তারা।

গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে সেবা দেওয়ার জন্য হুমা খানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ মানবাধিকার দফতরের ভূমিকা, বিশেষ করে গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত নৃশংসতার স্বাধীন তদন্তে তাদের সহযোগিতার জন্য প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

আলোচনায় জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং দেশে গুম ও গোপন আটক কেন্দ্রের ঘটনার তদন্তে গুম কমিশনের কার্যক্রম সম্পর্কেও তাদের মধ্যে আলোচনা হয়।

এসময় সরকারের এসডিজি সমন্বয়ক এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

এমইউ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow