প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যাচ্ছে নির্বাচন কমিশন

তফসিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আলোচনা করতে আজ রোববার দশম কমিশন সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে; এটা সৌজন্য সাক্ষাত। এরপর ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ।” দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। ২০২৪ সালের ২১ নভেম্বর শপথ নেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যাচ্ছে নির্বাচন কমিশন

তফসিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আলোচনা করতে আজ রোববার দশম কমিশন সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে; এটা সৌজন্য সাক্ষাত। এরপর ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ।”

দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে।

২০২৪ সালের ২১ নভেম্বর শপথ নেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow