প্রবাসীদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন সন্ধ্যায়

2 months ago 31

হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জন্য এবার ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আজারবাইজান সফর শেষে ফিরে প্রধান উপদেষ্টা এ লাউঞ্জ উদ্বোধন করবেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (১১ নভেম্বর) সকালে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, প্রধান উপদেষ্টা বিদেশ সফর থেকে ফেরার পর আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য সুপরিসর যাত্রী লাউঞ্জের উদ্বোধন করা হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে।

নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমাণ কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী-পুরুষের জন্য নামাজের স্থান এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। সব প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য এই উদ্যোগ বলে বেবিচক জানায়।

এমএমএ/ইএ/জিকেএস

Read Entire Article